ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২

পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে কখনো শান্তি ফিরবে না – দীপঙ্কর তালুকদার

প্রতিবেদক
Admin
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাংগামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দীপংকর তালুকদার এমপি বলেন,ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির প্রধান কারণ হচ্ছে অবৈধ অস্ত্র। জেএসএস  উপরে লোক দেখানো বলে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু আমরা কি দেখলাম তারা প্রার্থী দিয়েছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের প্রার্থীদের জিতিয়ে দিয়েছে। তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা বাহিনী কাজ করছে তবে যতদিন পর্যন্ত পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হবে না ততদিন পর্যন্ত পাহাড়ে শান্তি বিরাজ করবেনা।
২৪শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার  বিকাল চারটায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গিয়াস উদ্দিন মামুন এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন। রাংগামাটি জেলা আওয়ামী লীগের সাংঘটনিক সম্পাদক জ্যোতির্ময় কেড়ল।
 কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান  মফিজুর রহমান। রাংগামাটি জেলা আওয়ামীলীগের ধর্ম  বিষয়ক সম্পাদক হানিফ।রাংগামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান । রাংগামাটি জেলা আওয়ামীলীগের সদস্য সুচিত্র চাকমা সহ বাঘাইছড়ি উপজেলা পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ