ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১

বাঘাইছড়িতে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
Admin
জুন ২৩, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা আওয়ামীলিগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বুধবার ১৩ জুন বিকাল ৫:৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগে ও পৌর আওয়ামী লীগের আয়োজনে চৌমুহনী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আলোচনা সভার আয়োজন হয়েছে।
এসময় যুগ্ন সাধারণ সম্পাদক রতন দাশ এর সঞ্চালনায়  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তৃতারা আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ