ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Admin
মার্চ ২৪, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা // দীঘিনালায় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী |
শুক্রবার (২৪ মার্চ ২০২৩) সকাল ৯টার সময় ‘দীঘিনালা এলাকাবাসী’র ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়|
বিক্ষোভ মিছিলটি  উপজেলার উদাল বাগান এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উদাল বাগান চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত  হয়।
এ সময় মিছিলকারীরা ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে ও ঐক্যের পক্ষে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে দীঘিনালা ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাবুছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুগত প্রিয় চাকমার সভাপতিত্বে  বক্তব্য রাখেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপুলাক্ষ চাকমা,  মহিলা কার্বারি কনিকা চাকমা এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার টন্তু মনি চাকমা প্রমুখ।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, সরকার বলছে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে, জেএসএস বলছে চুক্তি বাস্তবায়ন হয়নি। আসলে চুক্তি কতটুকু বাস্তবায়ন হযেছে তা আমাদের সকলের জানা। কিন্তু চুক্তি বাস্তবায়ন হতে না হতে আবারো ভ্রাতৃঘাতি সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত বন্ধ না হলে আমরা মহাভারত-রামায়নের কাহিনীতে উল্লেখিত কুরুবংশ যেভাবে নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়েছে, সেভাবে আমরাও ধ্বংস হয়ে যাবো। তাই আমরা চাই না ভাইয়ে ভাইয়ে সংঘাত হোক। আমরা চাই এ সংঘাত বন্ধ হোক।
তিনি আরো বলেন, আমরা জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছি। কোথায় গেলে কূল কিনারা পাবো তা নিয়ে আমরা ভেবে পাচ্ছি না। এ সংঘাতের কারণে আমরা জাতিগতভাবে এখন মহা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। তাই অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করার জন্য আমি সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
কাপ্িতাই

কাপ্তাইয়ে পাহাড় ধ্বস ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনতে প্রশাসনের আপ্রাণ চেষ্টা

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের ১৫ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান

আবারো লকডাউন বাড়ল ১৫জুলাই পর্যন্ত

বৈসু উৎসবকে ঘিরে জমে উঠেছে পাহাড়

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নে প্রধানমন্ত্রী উপহার পেলেন ৫’শ অসহায় পরিবার

সাজেকে ডায়রিয়া আক্রান্তদের মাঝে সেনা ও বিমান বাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসনের সম্মিলিত চিকিৎসা অব্যাহত

মহালছড়িতে সেনাবাহিনীর কমিউনিটি ক্লিনিক স্থাপন

শেষ হলো বাঘাইহাট জোনের জোন কাপ টুর্নামেন্ট ও হেডম্যান কার্বারী সম্মেলন-২০২২ এবং মেডিক্যাল ক্যাম্পেইন

নানিয়ারচরে বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত দুই, আহত ২০