ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

প্রতিবেদক
Admin
এপ্রিল ২৯, ২০২১ ২:১০ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি   – রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়  করোনায় কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিয়েছেন জেলা প্রশাসন। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে  বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠে ৮ টি ইউনিয়ন ও ১টি  পৌরসভার ১৫০ জন হতদরিদ্র দুঃস্থ পরিবারের হাতে  প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, এসময় রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন,  ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ,  এনএসআইয়ে যুগ্ম পরিচালক রিয়াজুদ্দিন, মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইঁয়া, বাঘাইছড়ি সার্কেল এএসপি আবদুল আওয়াল,  বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি আনোয়ার হোসেন খান এবং বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেটে ছিলো ১০ কেজি চাউল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজসহ মোট ১৫ কেজি খাদ্য সামগ্রী।

সর্বশেষ - অপরাধ