ঢাকারবিবার , ২৯ মে ২০২২

বাঘাইছড়ি পৌরসভার ক্ষমতা হস্তান্তর নতুন প্রশাসক ইওএনও শরিফুল ইসলাম

প্রতিবেদক
Admin
মে ২৯, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বর্তমান পরিষদের  মেয়াদ শেষ হওয়ায়  নতুন নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ১৫ ই জুন নতুন  নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে রাতদিন  কাজ করছে  উপজেলা নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগন । নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করায় বর্তমান পৌর পরিষকে বিলুপ্ত ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
গত ২৪মে মঙ্গলবার  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামকে নতুন পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় ।
তারই ধারাবাহিকতায় ২৯ মে রবিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র জাফর আলী খান। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও পৌর পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে পৌরসভার ফাইল হস্তান্তর করেন মেয়র জাফর আলী খান এসময় পৌরসভার সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দায়িত্ব বুজেনিয়ে  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ক্ষমতার পালাবদলের এটি একটি চলমান প্রক্রিয়া, আমার উপর ন্যাস্ত দায়িত্ব আপনাদের সকলের সহযোগীতায়  সততার সহিত পালন করার চেষ্টা করবো। এসময় মেয়র জাফর আলী খান উপস্থিত সকলের নিকট দোয়া কামণা ও  ধন্যবাদ জানান।

সর্বশেষ - অপরাধ