বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে মৎস্য কর্পোরেশনের অভিযানে জব্ধ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করেছে উপজেলা প্রশাসন।
এছাড়াও মাছ ধরার সময় আটক ৮ টি নৌকা দশ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় ।
১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এসময় উপজেলা মৎস কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম, নৌ-পুলিশের এসআই জামাল হোসেন, টিএসআই আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষে পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, এসময় নিবন্ধিত জেলেদের সরকারি ভাবে সহায়তা প্রদান করা হয় এর পরেও কারেন্ট জাল দিয়ে মা মাছ শিকার দুঃখ জনক, প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস কর্পোরেশন।
উপজেলা মৎস কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম জানান আটক নৌকা ও পুড়িয়ে ধংস করা ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৬০ হাজার টাকা।