ঢাকাসোমবার , ১০ মে ২০২১

বিদায় নিলেন বাঘাইছড়ির প্রথম এসিল্যান্ড আবু নওশাদ ! নতুন কর্মস্থল কুমিল্লা

প্রতিবেদক
Admin
মে ১০, ২০২১ ৮:১১ অপরাহ্ণ

ওমর ফারুক সুমন – রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রথম এসিল্যান্ড কে,এম আবু নওশাদ বদলি জনিত কারণে বাঘাইছড়ি থেকে বিদায় নিয়েছেন। তিনি ৪ আগষ্ট ২০২০ ইং বাঘাইছড়ি উপজেলায় যোগদান করেন।  দীর্ঘ ৯ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে কুমিল্লার তিতাস উপজেলায় বদলি হয়েছেন। ১০ মে সোমবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি এসিল্যান্ড কে,এম আবু নওশাদ,  উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা এসিল্যান্ড আবু নওশাদের ৯ মাসের দীর্ঘ মাসের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলার প্রথম এসিল্যান্ড আবু নওশাদের নাম বাঘাইছড়ির ইতিহাসে স্বর্ণাঅক্ষরে লেখা থাকবে, দেশ স্বাধীন হওয়ার পর দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে কোন ভূমি অফিস ছিলো না তার হাত ধরেই উপজেলায় ভূমি অফিসের গোড়া পত্তন, এই নয় মাসের কর্মজীবনে একটি নতুন কার্যালয় স্থাপন করে সেবা দেয়া খুবই কষ্ট সাদ্য ছিলো সেই কাজটি তিনি ভালো ভাবে সম্পন্ন করে উপজেলা বাসীকে সেবা দিয়েছেন।

বিদায়ী বক্তব্যে এসিল্যান্ড আবু নওশাদ রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সহ উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসময় তিনি আবেগ আপ্লূত হয়ে পরেন তার ৯ মাসের কর্মজীবনের সৃতিচারন করতে গিয়ে। পরিশেষে দেশের যেই প্রান্তেই অবস্থান করেন বাঘাইছড়ি বাসীর পাশে থাকবেন এবং মনে রাখবেন পরে উপস্থিত সকলের কাছে তার নতুন কর্মস্থলের জন্য  দোয়া কামণা করে বিদায় নেন। পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ডের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
İş və işçi axtaranların portal

İş və işçi axtaranların portal

পানছড়িতে ভূমি বিরোধের জেরে “যুবক’কে কুপিয়ে হত্যা চেষ্টা”

রাঙ্গামাটি পৌরসভার কর্মহীন ১’শ মহিলার মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন

বাঘাইছড়িতে শিশু ধর্ষণ

বাঘাইছড়িতে ৮বছরের শিশুকে ধর্ষণ

সাংবাদিক সাধন বিকাশ চাকমার মায়ের মৃত্যুতে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের শোক

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও দলীয় নেতা কর্মীর সাথে মতবিনিময় করেন নিখিল কুমার

খাগড়াছড়িতে ১০লক্ষ টাকার অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে ৬২৩ টি ঘর ও জমি পাচ্ছেন গৃহহীনরা! প্রেস ব্রিফিংএ জেলা প্রসাশন

Kasyno Vulkan Sin City Renomowane Kasyno Se Świetnymi Bonusam

Kasyno Vulkan Sin City Renomowane Kasyno Se Świetnymi Bonusam

অনিয়ম দূর্নীতিতে ভরা বাঘাইছড়ি ইসলামি ফাউন্ডেশন কার্যালয়