ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২

বিদ্যালয়ের গেইট চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Admin
আগস্ট ১০, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙ্গে পড়ে শ্রাবণ
দেওয়ান নামের ৬ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০আগষ্ট ২০২২) সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ ঔ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। শ্রাবণ দেওয়ান নারায়ণখাইয়া গ্রামের প্রণয় দেওয়ানের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। স্বণির্ভর বাজারের ব্যবসায়ী কলিন চাকমা বলেন, দীর্ঘদিন ধরে গেইটটি ভাঙ্গা ছিল। শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় গেইট ধরে খেলা করত। তারপরও বিদ্যালয় কর্তৃপক্ষ গেইটটি সরিয়ে না নিয়ে বাঁশের খুঁটি দিয়ে লাগিয়ে রাখায় এ ধরনের দূর্ঘটনা ঘটেছে। এটা বিদ্যালয়ের ব্যবস্থাপনার
সমস্যা।
খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঘটনার পরপর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক বা অন্য কেউ দোষি বা দায়ী আছে কিনা তা তদন্তে কমিটি করতে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবরে চিঠি দেয়া হচ্ছে।

এ দিকে ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় শ্রাবণ দেওয়ানকে খাগড়াছড়ি সদর হাপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত