ঢাকাসোমবার , ৩ মে ২০২১

সাজেকের ৩টি গ্রামে ইউপিডিএফ’র বিশুদ্ধ পানি সরবরাহ

প্রতিবেদক
Admin
মে ৩, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির সাজেকে পানির সংকটাপন্ন তিনটি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে ইউপিডিএফ সাজেক ইউনিট।

সোমবার (৩মে) সকাল ১০টায় বাঘাইহাটের ১০নং পাড়া, জাম্বুরা পাড়া, শুকনোছড়া এলকায় আনুষ্ঠানিকভাবে পানি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

বিশুদ্ধ পানি বিতরন ইউপিডিএফ'র

এসময় দেড় শতাধিক পরিবারের মাঝে পানি সরবরাহ করা হয় এবং আগামীতেও সাজেকের পানি সংকটাপন্ন এলাকায় সাদ্ধমত পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাঘাইহাট ইউপিডিএফ’র সংঘটক রুপম(আর্জেন্ট) চাকমা।

পানি সরবরাহকালে উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংঘটক রুপম চাকমা ও এলকার স্থানীয় কার্বারী ও ইউপিডিএফ সদস্যরা।

সর্বশেষ - অপরাধ