ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩

সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউপিডিএফ’র ত্রাণ ও নগদ অর্থ সহায়তা

প্রতিবেদক
Admin
এপ্রিল ৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া গ্রামে আগুনে বাড়ি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত জেসমি চাকমা’র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঙ্গারাম ইউনিট।

আজ শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিকাল ৩ টার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, হাড়ি- পাতিল ও কাপড়-চোপড় এবং অর্থ প্রদান করেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা। এ সময় তিনি জেসমি চাকমার বাড়িটি নির্মাণের সহায়তা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গতকাল ৬ এপ্রিল বিকাল ৩টার সময়ে চুলার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হলে জেসমি চাকমার বাড়িসহ জিনিসপত্র সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বিক্রির জন্য মজুত রাখা লক্ষাধিক  ঝাড়ু ফুলও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত