বাঘাইছড়ি প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় গরীব দুঃস্থদের মাঝে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান।
সোমবার(১৫আগষ্ট) উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার সংলগ্ন বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টার দিকে স্থানীয় গরীব দুঃস্থ পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি এবং অন্যান্য বিজিবি সদস্যগণ বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু ও লবণ।
এছাড়াও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম, এএমসি এর নেতৃত্বে মেডিক্যাল টিম কর্তৃক চিকিৎসা সেবা প্রদান ও অসুস্থ্য ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সাম্পাদক মোঃ জুয়েল সহ বাঘাইহাট এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।