ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ’র দুই সদস্য আটক

প্রতিবেদক
Admin
ডিসেম্বর ২৬, ২০২১ ৮:৫৫ পূর্বাহ্ণ

বাঘাইছড়ি  প্রতিনিধি- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে  সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘইহাট জোন।

২৫ ডিসেম্বর শনিবার মধ্য  রাতে বাগাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরীর, পিএসসি এর নির্দেশে এই অভিযান চালায় বাঘাইহাট জোনের আওতাধিন  শহীদ  লেঃ মুসফিক আর্মি ক্যাম্পের একটি সেনা টহল দল।

এসময় হাজাছড়া এলাকায় ৪ হাজার রাষ্ট্র বিরোধী, উস্কানীমূলক পোস্টার, ২০ টি বড় ডিজিটাল ব্যানার ও একটি নম্বর বিহীন  অবৈধ মোটরসাইকেল সহ ইউপিডিএফ, প্রসীত দলের দুই  সক্রিয় সদস্য পাভেল চাকমা (২৫) ও খোকন চাকমা(২৭) কে হাতেনাতে আটক করা হয়।

পরে আটকৃত দু’জন  জানায় তারা ইউপিডিএফ প্রসীত দলের সক্রিয় সদস্য । ইউপিডিএফ প্রসীত দলের ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে তারা এসব রাষ্ট্র বিরোধী, উস্কানীমূলক পোষ্টার ও ব্যানার টাঙানোর কাজ করছিলো।

জিজ্ঞাসাবাদ শেষে রাতেই  দুজনকে  সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে বারংবার চেষ্টা চালিয়েও ইউপিডিএফ প্রসীত দলের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ