ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১

দীঘিনালায় গাজা চাষীর এক বছরের সাজা

প্রতিবেদক
Admin
মে ৬, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা : দীঘিনালায় গাজা চাযের অভিযোগে একজনের এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত| গাজা চাষীর নাম মোঃ খোকা মিয়া (২৮)|সে উপজেলার উত্তর মিলনপুর গ্রামের এজাহার মল্লিক এর ছেলে| গাজা চাষের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার তাকে আটক করা হয়|
জানাযায়, উপজেলার উত্তর মিলনপুর গ্রামে গাজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে মোঃ খোকা মিয়াকে আটক করা হয়| এসময় বাড়ীর আঙ্গিনায় রোপন করা দুটি গাজা গাছ উদ্ধার করা হয়|
উত্তর মিলনপুর
এব্যাপারে দীঘিনালা থানার এসআই জনি কান্তি দে জানান, বাড়ীর আঙ্গিনায় গাজা গাছ রোপন করে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়| পরে সেখানে গিয়ে বস্তার নিচ থেকে গাছগুলি উদ্ধার করা হয়| পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মোহাম্মদ উল্ল্যাহ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজা প্রদান করেন|

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত