ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
Admin
মে ১৮, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,  রাঙামাটি: সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।

আজ (১৮মে) মঙ্গলবার সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব।

এ সময় বক্তারা বলেন, দেশে এ করোনা মহামারীর সময়ে রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির রিপোর্ট করে গেছেন। এতে করে রাষ্ট্রের উপকার হয়েছে। অথচ এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া নেয়নি সরকার। উল্টো ষড়যন্ত্র করে রোজিনাকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে ৬ ঘন্টারও বেশি সময় তাকে স্বাস্থ্য সচিবের কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া দেশ আজ দুর্নীতিবাজদের দখলে চলে গেছে । এতে করে সরকারের উন্নয়ন কর্মকান্ড চরমভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং দেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তিসহ রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, মো. সোলায়মান, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সাজেকে সড়ক দূর্ঘটনা

সাজেকে দুই সিএনজি(মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ গুরুতর আহত ৯

সাজেকে পাহাড় ধসের ৭ঘন্টা পর যানবাহন চলাচল শুরু

সাজেকে নানা আয়োজনে শান্তি চুক্তির ২৪ তম বর্ষপূর্তি উদযাপন

বান্দরবানে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত আট

অনিয়ম দূর্নীতিতে ভরা বাঘাইছড়ি ইসলামি ফাউন্ডেশন কার্যালয়

বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

দীঘিনালায় ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণ! স্বাচ্ছন্দ্যে চলছে পাঠদান

দীঘিনালায় সরকারি রাবার বাগান উজাড় ! গাছ  লাকড়ি হিসবে বিক্রি

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ভয়াবহ সেই দিন আজ! সেনা সদস্য সহ নিহত হয়েছিল ১২০জন

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার প্রদান