ঢাকাবুধবার , ২ জুন ২০২১

ধার দেওয়া টাকা চাওয়ায় মাটিরাঙ্গায় খুন হলো বাশার! ২হত্যাকারী আটক

প্রতিবেদক
Admin
জুন ২, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ

 আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ী মো. আবুল বাশার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আসল কারণ বেরিয়ে এসেছে গ্রেফতারকৃত দুই খুনি মো. আব্দুস সালাম ও আনোয়ার হোসেন ওরফে সাগর এর দেওয়া তথ্য থেকে। তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আদালতে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হত্যাকারীরা।

খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

বুধবার (২ জুন ২০২১) সকালে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মূলত ধার দেওয়া সাড়ে তিন লাখ টাকা চাওয়ায় কাল হয়েছে আবুল বাশারের জীবনে। সে পাওয়া টাকা চাইতে গেলে নির্মমভাবে খুন হয় বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই হত্যাকারীর দেওয়া তথ্যে বিষয়টি জানা যায়।

এতে আরো জানানো হয়, হত্যার পর আবুল বাশারের লাশ গুমের চেষ্টা করা হয়। নষ্ট করা হত্যাকাণ্ডের আলামত। নিখোঁজের এক দিন পর গত ২৮ মে বাড়ি পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এ ঘটনায় আবুল বাশারের ছোট ভাই আবুল কালাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, কয়েক মাস আগে ব্যবসায়ী মো. আবুল বাশারের কাছ থেকে ব্যবসা করার কথা বলে সাড়ে তিন লাখ টাকার ধার নেয় প্রতিবেশী আব্দুল সালাম। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আবুল বাশারকে গল্প করার কথা বলে নিজের মুরগীর খামারে ডেকে নেয় আবদুস সালাম। এক পর্যায়ে আবদুস সালাম থেকে নিজের পাওনা সাড়ে তিন লাখ টাকা চাইলে আবুল বাশারের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুস সালাম প্রথমে লাঠি দিয়ে আবুল বাশারের মাথায় আঘাত করে গলায় দড়ি পেচিয়ে হত্যা করে। এরপর অপর সহযোগী স্থানীয় মো. আনোয়ার হোসেন ওরফে সাগরের সহায়তায় কাঠের বল্লিতে হাত-পা বেঁধে ঝুলিয়ে মূল ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে নিহত আবুল বাশারের বাড়ির পাশের খাদে মরদেহ ফেলে দেয়। এ সময় দায়ের উল্টো দিক দিয়ে মাথার পেছনে আঘাতও করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর তারা পুনঃরায় খামারে ফিরে এসে ঘটনায় ব্যবহৃত আলামত ধ্বংস করে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, মামলায় আসামি অজ্ঞাত হলেও পুলিশ তদন্তে নেমে প্রথমে আনোয়ার হোসেন ওরফে সাগরকে আটক করে। তার স্বীকারোক্তিতে অপর হত্যাকারী আব্দুল সালামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, হত্যাকারীরা নিজেদের আড়াল করার জন্য আবুল বাশারের লাশ উদ্ধার, ময়না তদন্ত ও যানাজাও অংশ নেয় হত্যাকারী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

করোনা কালীন সময়ে বাড়ির ছাদে শখের বাগান! গড়ে তুলেছেন শিক্ষক সিরাজুল ইসলাম

দীঘিনালায় আগুনে ৫দোকান ভূস্বীভুত  ক্ষতি প্রায় ৩০ লক্ষ  টাকা

Codere Italia: La Nostra Recensione Del Sito Scommesse 202

Codere Italia: La Nostra Recensione Del Sito Scommesse 202

দীঘিনালায়  বিষ পানে নারীর মৃত্যু

সাজেক থানা ছাত্রলীগের কমিটি গঠন! সভাপতি মিজানুর রহমান, সাম্পাদক শুভ চৌধুরী

সাজেকে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী

বাঘাইছড়ি পৌরসভার ক্ষমতা হস্তান্তর নতুন প্রশাসক ইওএনও শরিফুল ইসলাম

খগড়াছড়িতে সন্ত্রাসীদের চাঁদা দিয়েও রক্ষা হলো না আ’লীগ নেতার বাগান

মহালছড়ি দরিদ্রের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙ্গামাটিতে ৬২৩ টি ঘর ও জমি পাচ্ছেন গৃহহীনরা! প্রেস ব্রিফিংএ জেলা প্রসাশন