ঢাকারবিবার , ২০ জুন ২০২১

দেশে অতিভারী বৃষ্টির প্রভাবে ভূমিধসের শঙ্কা

প্রতিবেদক
Admin
জুন ২০, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:  দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

রোববার (২০ জুন) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত কয়েকদিনের মতো আজও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ভারী বৃষ্টির সতর্কতায় বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় উপজেলা পরিষদ নির্বাচনে  প্রাথমিকভাবে তিনপ্রার্থীর মনোনয়ন বাতিল 

দীর্ঘ লাইনেও করোনা ভ্যাকসিনে আগ্রহ বেড়েছে খাগড়াছড়ির মানুষের

দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্ধোধন 

রাঙ্গামাটি পৌরসভার কর্মহীন ১’শ মহিলার মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন

দীঘিনালায় বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র চালু ! সড়ক ডুবে যান চলাচল বন্ধ 

দীঘিনালায় উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

করোনায় দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতির ইন্তেকাল 

বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা প্রদান

সাজেকে ডায়রিয়া আক্রান্তদের মাঝে সেনা ও বিমান বাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসনের সম্মিলিত চিকিৎসা অব্যাহত

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নে প্রধানমন্ত্রী উপহার পেলেন ৫’শ অসহায় পরিবার