ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১

শান্তিচুক্তির সফলতা ও মরহুম রুবেল’র সৃতি স্বরণে “বাঘাইহাট সম্প্রীতি টুর্নামেন্ট ২০২১ শুভ উদ্বোধন

প্রতিবেদক
Admin
নভেম্বর ২২, ২০২১ ১১:৪১ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে ২৪তম শান্তিচুক্তির স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে মরহুম মোঃ রুবেল’র স্বরণে “বাঘাইহাট সম্প্রীতি টুর্নামেন্টে ২০২১” (ক্রিকেট,ফুটবল, ব্যাটমিন্টন) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ক্রিকেট ম্যাচে শ্বাসরুদ্ধকর হাড্ডা হাড্ডি লড়াই করে দুরন্ত-৬নাম্বার একাদশ সাজেক বেলা সদক একাদশকে পরাজিত করে।

সোমবার দুপুর ৩টায় বাঘাইহাট বাজার মাঠে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম মোঃ রুবেল সৃতি সংসদের সভাপতি মোঃ জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. নুর উল্লাহ জুয়েল, সাজেক ইউ.পি চেয়ারম্যান নেলশন চাকমা, মরহুম মোঃ রুবেল সৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন, বিমল কান্তি (রিত বাবু) চাকমা,জ্যোতিলাল চাকমা, প্রমুখ।

এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সবার উপরে দেশ এবং শান্তি সম্প্রীতি কথাটি মাথায় রেখে সকলে একত্রিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে, সম্প্রীতির উন্নয়নে বিনোদনের অংশ হিসেবে “রুবেল সৃতি সংসদ” এ টুর্নামেন্টের আয়োজন করেছে এজন্য এসংঘটনকে অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধান অতিথি।

উক্ত টুর্নামেন্টের ফুটবল খেলায় ৮টি দল ও ক্রিকেট খেলায় ৬টি দল ও ব্যাটমিন্টনে ২০টি দল অংশ গ্রহন করে।

এসময় উদ্বোধনী টুর্নামেন্ট উপভোগ করতে জড়ো হয় সাজেক এলাকায় বসবাসরত শতশত পাহাড়ী-বাঙ্গালী’র সর্বস্তরের জনগণ। এসময় খেলার মাঠটি রুপ নেয় পাহাড়ি-বাঙ্গালীর মিলন মেলায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে একদিনে ৬ করোনা রোগী সনাক্ত! সচেতনতায় প্রশাসনের মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা

পশ্চিমভঙ্গে মমতার জয়! দিদিকে অভিনন্দন মোদির

পাহাড়ে সুবিধা বঞ্চিত গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট বিতরণ

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো ২শতাধিক পরিবার

দীঘিনালায় নাড়াইছড়ি ও মেরুং নামে  আরো দুটি উপজেলা হচ্ছে – কুজেন্দ্র লাল এমপি 

বাঘাইছড়ি পৌর নির্বাচনে নৌকার মাঝি জমির হোসেন

দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে একজনের মৃত্যু 

দীঘিনালায় আত্মকর্মসংস্হানের জন্য সেলাই মেশিন প্রদান

বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ১২ দোকান ভস্মীভূত! অর্ধ কোটি টাকার ক্ষতি

বাঘাইছড়িতে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই বছরে আহত ৩ শতাধিক! ভ্যকসিনের দেনা ৫ লক্ষাধিক টাকা