ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২

সাজেকে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
Admin
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চাঁদা আদায়ের রশিদ বইসহ ইউপিডিএফ’র  জ্ঞান রন্জন চাকমা(৫৩) , নামে এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (২৩ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে উপজেলার বাঘাইহাটের দুপতাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে সেনা ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সেনা সূত্রে জানা গেছে,  আজ বুধবার সকাল থেকে দুপতাছড়া এলাকায়  হলুদ এবং ফুলঝাড়ু ব্যাবসায়ীর নিকট চাঁদা আদায় করছে ইউপিডিাফ’র সদস্যরা এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর নির্দেশে সেনাবাহিনীর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে সেখান থেকে ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) এর এক চাাঁদা কালেক্টরকে আটক করা হয় । এসময় জ্ঞান রন্জন চাকমার থেকে একটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয় ।

সেনাবাহিনী জ্ঞান রন্জন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজেক থানা পুলিশের নিকট হস্তান্তর করেন ।

এ বিষয়ে সাজেক থানার এসআই খাজু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত