ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৫ দিন সব রিসোর্ট কটেজ বন্ধ

প্রতিবেদক
Admin
এপ্রিল ২৯, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: আগামী ১০মে থেকে ১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট-কটেজ। তিন দিনের অবকাশ যাপনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এ সময় সাজেকে অবস্থানের কথা রয়েছে। সকল রিসোর্ট ও কটেজ এবং সব ধরনের বেসামরিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ১৫ মে থেকে আবার সব রিসোর্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসকসহ বাঘাইহাট সেনা জোন কমান্ডারের সমন্বয়ে সাজেকে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একইদিন সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ১০মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার অনুরোধ করা হলো।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, রাষ্ট্রপতির সাজেকে আসার কারণে উনার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয় সে জন্য জেলা প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে আমরা ৫দিন সব রিসোর্ট কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দুপুরে সাজেকে জেলা প্রসাশনের উদ্যোগে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বাঘাইছড়িতে ৯ বছরের ছাত্রকে বলৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

রাঙ্গামটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী শুরু 

বাঘাইছড়িতে অস্ত্রের মুখে সাবেক ইউপিডিএফ কর্মীকে অপহরণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে স্মরণ সভা

মানসম্মত  শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিনত হতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাঘাইহাটে সেনা জোনের ব্যবস্থাপনায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা

বৈশ্বিক মন্দা কেটে গেলে কাপ্তাই হ্রদের ড্রেজিং শুরু হবে- দীপংকর তালুকদার

বাঘাইছড়িতে ৩০ টাকা কেজিতে ওএমএসের চাউল বিক্রি শুরু

বিদ্যালয়ের গেইট চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু