ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় আ’লীগের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Admin
জুলাই ১৯, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। বিএনপির নেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিএনপি,জামাত ও চরমোনাইর গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্র দা, ছড়ি, কান্টা, কিরিচ, রিভলভার নিয়ে ঈদগাহ মাঠ অতিক্রম করে অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বডুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী ও যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমাসহ সিনিয়র নেতৃবৃন্দরা সময় উপস্থিত ছিলেন।

এতে আওয়ামী লীগের ৫০/৬০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। এতে শিক্ষানবীশ আইনজীবী ইকো চাকমা আদালতে আসার পথে এবং জেলা আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক নুরুল আজম গুরুত্বর আহত হয়। হামলাকারী সন্ত্রাসীরা খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করে,অগ্নি সংযোগ করে এবং কাউন্সিলারদের উপর হামলা করে জখম করে। বর্তমানে জেলা আওয়ামী লীগের ১০/১২ জন নেতা কর্মী মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে বলে তিনি এ সময় অভিযােগ করেন।

ঘটনাস্থলে পুলিশের নিস্ত্রিয়তা প্রসঙ্গে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, হামলার সময় পুলিশ গালিফতি করেছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। পুলিশের গাফিলতি থাকলে তারাও রেহাই পাবে না। সংবাদ সম্মেলনে তিনি আরাে অভিযােগ করেন, এই বর্বরোচিত হামলার বিচার বিভাগীয় তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ লাইনেও করোনা ভ্যাকসিনে আগ্রহ বেড়েছে খাগড়াছড়ির মানুষের

বাঘাইছড়িতে দরিদ্র পরিবারের মাঝে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

দীঘিনালার মানুষকে শতভাগ করোনার টিকার আওতায় আনার কাজ করবে ইউএনডিপি

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবেনা – দীপংকর তালুকদার

খাগড়াছড়ির ১০হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে – লে.কর্নেল মুনতাসির

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা

বসতবাড়ী নির্মানের জন্য দীঘিনালা জোনের  আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা জোনের উদ্যোগ সেলাই মেশিন বিতরণ 

দীঘিনালায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা যুবলীগ