ঢাকাশনিবার , ১ মে ২০২১

আজ থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ-বিপনন সম্পূর্ন নিষিদ্ধ

প্রতিবেদক
Admin
মে ১, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
কাপ্তাই হ্রদে মাছ আহরণ

রাঙামাটি প্রতিনিধি.. দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ শুক্রবার দিনগত মধ্যরাত (১ মে) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও এই পদক্ষেপ নেওয়া হলো।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে কার্প প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন। এই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বরফ কলগুলোও এসময় বন্ধ থাকবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, এবছর ৯ হাজার মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছিল। বৃষ্টিপাত কম হওয়ার কারণে হ্রদেও পানি দ্রুত শুকিয়ে যায়। যার ফলে ছোট মাছ আহরণ কম হয়েছে। গত বছরের তুলনায় এবছর এক হাজার ৫০০ মেট্রিক টন কম মাছ আহরণ হয়েছে। এবছর বন্ধকালীন সময়ে  ৫০ মেট্রিক টনের মতো কার্প জাতীয় পোনা ছাড়া হবে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য  শোভাযাত্রা

উৎসব মুখর আয়োজনে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

“বিএনপি জামায়াত জোটের কাছে কৃষকরাও অনিরাপদ” – খাগড়াছড়িতে কৃষকলীগ

বর্ডার গার্ড পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী ৪০তম বিসিএস’এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা

সাজেকে জীপ-মোটরসাইকেল সংঘর্ষে ১পর্যটক নিহত

কর্ণফুলি পেপার মিল(কেপিএম)

ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় কর্ণফুলি পেপার মিল(কেপিএম)

বাঘাইছড়িতে শুরু হয়েছে কঠিন চীবর দান উৎসব! জ্বলবে ৮৪ হাজার বাতি উড়বে ৫০০০ ফানুস

সাজেকে সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো এসএসসি কেন্দ্র চালু

দেশী শাক-সবজি ফলমূলে প্রচুর পরিমান পুষ্টি গুণ থাকে- দীঘিনালায় পুষ্টি মেলায় ফাহমিদা মুস্তফা 

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন