নিজস্ব প্রতিনিধি দীঘিনালা খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু মংসুইপ্রু চৌধুরী অপু’র গাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ|
গত মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়| বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশে মিলিত হয়|
মিছিলে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবদুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী আলম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন|
বিক্ষোভ মিছিলে ঘটনায় জড়িত হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান|