ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১

দীঘিনালায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

প্রতিবেদক
Admin
জুন ২৬, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালায় এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে| নিহতের নাম অমর জীবন চাকমা (৪০)| সে উপজেলার হাজাছড়া জোড়াব্রীজ এলাকার মৃত সুরজ চন্দ্র চাকমার ছেলে| গত শুক্রবার দিবাগত রাতে ২নং নোয়া পাড়া এলাকার নিজ বাড়ী থেকে অজ্ঞাত ৪/৫ জন ডেকে নিয়ে বড়াদম পূর্ব খামার পাড়া এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে| ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে|
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর সাবেক কর্মী | গত দু বছর আগে ২নং নোয়া পাড়া গ্রামে করুনা চাকমা নামে এক মহিলাকে বিয়ে করার কারণে ইউপিডিএফ তাকে বহিস্কার করে|
এদিকে গত শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে ২নং নোয়া পাড়া গ্রামে অজ্ঞাত ৪/৫ জন লোক বসতঘরের দরজা খুলতে বলে| ঘরের দরজা না খুললে, তারা বাহির থেকে বাশের বেড়ার দরজার রশি কেটে ঘরে ঢুকে নিহতের হাত ও মুখ বেধে বড়াদম পূর্ব খামার পাড়া এলাকায় নিয়ে যায়| পরে সেখানে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে|
এব্যাপারে নিহতের শ্বশুর বিজয় চন্দ্র চাকমা জানান, অমর জীবন চাকমা আগে ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো| প্রায় দু বছর আগে সে রাজনীতি ছেড়ে বড়াদম বাবুছড়া এলাকায় তরকারির ব্যবসা করে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করছিলো|
এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে|

সর্বশেষ - অপরাধ