ঢাকারবিবার , ১৮ জুলাই ২০২১

পাহাড়ে পাকা ঘর নির্মান করা চ্যালেঞ্জিং – জেলা প্রশাসক

প্রতিবেদক
Admin
জুলাই ১৮, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

রাঙ্গামাটি প্রতিনিধি :: রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়িতে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিলাইছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুই দফায় ৩৯টি ঘর প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক গতকাল গৃহহীনদের প্রধানমন্ত্রীর দেয়া কেংড়াছড়ি ইউনিয়নের ঘর ও বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর এলাকার ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন পাহাড়ে পাকা ঘর নির্মান করা খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ী গ্রামে নির্মান সামগ্রী পৌছাঁনো অনেক কষ্ট সাধ্য এবং দুরূহ। পাশাপশি নির্মান কাজের সুপারভিশন করাও অত্যন্ত কঠিন। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে মুজিব বর্ষে অসহায় গৃহহীনদের জন্য এ প্রত্যন্ত পাহাড়ী গ্রামে যে সব ঘরের নির্মান হয়েছে তার কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও মো. মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. পারভজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশসহ ইউনিয়ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ