ঢাকাসোমবার , ৩১ মে ২০২১

বরকলের হরীনা বাজারে ৩০টি দোকান ও বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

প্রতিবেদক
Admin
মে ৩১, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

বরকল প্রতিনিধি :: পার্বত্য রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউনিয়নের ব্যবসার প্রাণকেন্দ্র হরীনা বাজারটি ৩১শে মে রোজ সোমবার রাত আনুমানিক ১ টা নাগাদ আগুন লেগে ৩০টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।

বরকল উপজেলাতে কোন রকম ফায়ার সার্ভিস ব্যাবস্থা না থাকার কারনে রাত ১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এক নাগারে জ্বলেছে বাজারের দোকানগুলো।প্রায় ৫থেকে ৬ কোটি টাকার ওপড়ে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
পার্শবর্তী আমতলা, ভুষনছড়া ও এরাবুনিয়া গ্রামগুলো থেকে লোকজন এগিয়ে না আসলে পুরো বাজারই নিশ্চিহ্ন হয়ে যেত।মুদি মালের দোকানের পাশে থাকা আরর্জনা কিংবা বেকারী হতে আগুনের সুত্রপাত বলে মনে করছেন ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থ দোকান ব্যাবসায়ী সাজু জানান,আমাদের দোকানগুলো পুড়ে যাওয়াতে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় এবং ফায়ারসার্ভিস সুবিধা না থাকায় এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বাজার কমিটি সভাপতি আব্দুল মান্নান জানান,এটা হরীনা বাজারের জন্য একটি অভাবনীয় ক্ষতি।দোকানিরা সব মিলিয়ে প্রায় ৫-৬ কোটি টাকার মত ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা বা ফায়ার সার্ভিস সুবিধা না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে অনেক বেগ পেতে হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ জানান,অগ্নিকান্ডটি হরীনা বাজারের ব্যাবসায়ীদের চরম ক্ষতিসাধন করেছেন।৩০ টি দোকান ও বসত বাড়ি পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।আমরা ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমত এদের পাশে থাকতে চেষ্টা করছি।খু্ব শীঘ্রই এদের সহায়তা প্রদান করা হবে।

ঘটনার পরপরই সকাল বেলা ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা নির্বাহী অফিসার মো জুয়েল রানা এবং ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ।এছাড়া ঘটনার রাত থেকেই উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভুষনছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো আব্দুল জলিল,হরীনা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির, বিজিবি দায়িত্বরত সদস্যসহ আরো অনেকে। এসময়ে উপজেলা প্রসাশন ইউএনও কতৃক ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারকে নগদ তিন হাজার করে আর্থিক সহায়তা দেয়া হয় এবং জেলাপরিষদ থেকে সবির কুমার চাকমার উদ্যোগে কম্বল দেয়া হয়।খুব শীঘ্রই জেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবেন বলে আশ্বস্ত করেন জেলা পরিষদ সদস্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
Scommesse Online Senza Document

Scommesse Online Senza Document

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দীঘিনালা উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল 

রাঙ্গামাটিতে বিশ্ব জলাতঙ্ক দিবসে আলোচনা সভা ও র‌্যালী

সাজেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে আওয়ামী লীগে’র সংবর্ধনা

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে শ্রমীকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ২৪

বাঘাইছড়িতে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার ! বন্যপ্রাণী অভয়াশ্রমে অবমুক্ত

রাঙ্গামটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী শুরু 

বাঘাইছড়িতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে সময়সীমা বেধে দিয়েছে প্রশাসন

গোয়েন্দা নজরদারিতে ভোজ্যতেল