ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২

বাঘাইছড়িতে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
মে ৩১, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ

বাঘাইছড়ি( রাঙামাটি)  প্রতিনিধি- রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পৌরসভার নির্বাচনে প্রার্থী ও গনমান্যা ব্যাক্তিদের সাথে  মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আগামী ১৫ই জুন বাঘাইছড়ি পৌরসভার ৯ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।   মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ৩১ মে মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেন বর্তমান কমিশন  চায় সাধারণ মানুষ যাহাতে পছন্দের পার্থীকে   নির্ভয়ে  ভোট অধিকার প্রয়োগ করতে পারে আর  সেটা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ বর্তমান কমিশন গ্রহন করেছে । যাতে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করবে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাঠে থাকবেন।  সকল পার্থী সমান সুযোগ সুবিধে পাবে প্রতিক দেখে কাউকে বিচার করা হবে না।
সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া পিএসসি, আর্টিলারী, বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী, পিএসসি, বাঘাইছড়ি সার্কেল এএসপি আবদুল আওয়াল, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা হাসানুজ্জামান,  ১৮ আনসার অধিনায়ক সোহাগ পারভেজ, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, খাগড়াছড়ি জেলা নির্বাচনী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।  এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা সহ নির্বাচনে অংশ গ্রহন করা মেয়র ও কাউন্সিল পার্থীরা।
২২.৮ বর্গমাইলের এই পৌর নির্বাচন আগামী ১৫ই জুন প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হবে। এতে  মেয়র পদে ০৩, সাধারণ কাউন্সিলর পদে ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়, এর মধ্যে যাচাই-বাছাইয়ে  এক মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, দুই সাধারণ কাউন্সিলর পার্থীতা পত্যাহার, এবং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়   মোট ৩২ জন পার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। পার্থীদের পচারনায় এখন ব্যাস্থ সময় পার করছেন পৌরবাসী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত