ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪

বাঘাইহাটে শীতার্তদের মধ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
admin.
জানুয়ারি ২২, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার ২২ জানুয়ারি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাগলাছাড়া, মুসলিমপাড়া, ১০ নং বাঘাইহাট, হাজাছড়া এবং বামে-বাইবাছড়া এলাকার শীতার্ত পরিবারের মাঝে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি কর্তৃক বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেজর মোঃ নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, জুনিয়র কর্মকতা ও অন্যান্য পদবীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রচন্ড এ শীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

সর্বশেষ - অপরাধ