ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩

মেরামতের ৩দিন পর আবারও কাচাঁলং সেতুর পাটাতন ভেঙ্গে  যানচলাচলে ভোগান্তি 

প্রতিবেদক
Admin
মে ১২, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- মেরামতের ৩দিন পর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে ইট বোঝাই ট্রাক খাদে পরে বাঘাইছড়ি উপজেলার সাথে ভারী যানচলাচল বন্ধ রয়েছে । ১২ মে শুক্রবার সকাল ৮ ঘটিকায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা ইট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙ্গে নিচে পরে যায় এতে সেতুর দুই পাশে বহু যানবাহন আটকা পরে। কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এতে বহুমানুষ দূর্ভোগে পরেন। এর আগেও গত ৮ মে সকালে পাথর বোঝাই একটি ট্রাক সহ সেতুটি ভেঙে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক বিভাগের দুই দিনের চেষ্টায় সেতু মেরামতের পর পৌরসভা ও সড়ক বিভাগের পক্ষ থেকে ১০ টনের অধিক ভারী যানচলাচলে ঝুঁকি পূর্ণ সাইনবোর্ড লাগানো হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার দূর্গটনার বিষয়টি শিকার করে বলেন সড়ক বিভাগের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে এছাড়া নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খোলে দেয়া হয়েছে। পুরাতন সেতু মেয়াদউর্তিন হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারী নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারীতে কাজ বুজিয়ে দেয়ার কথা থাকলে দীর্ঘ ৭ বছরেও শেষ হয় নি। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যানচলাচল করতে হয় পুরাতন সেতুতে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান বলেন আমরা সংবাদ পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিছু বাকী রয়েছে সেটিও চলমান রয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে। ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে। নির্মাণাধীন অবস্থায় এর আগেও একবার এই সেতুর গার্ডারটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানায়, সেতু নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও দুইবার গার্ডার ভেঙে পড়েছিলো। বার সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে কৃষকলীগের বর্ধিত সভা ! কৃষক’রা এদেশ বাঁচানোর শক্তি

এইচএসসি ২০২১ ও সমমান পরীক্ষার ফল আজ

কলস নিয়ে পানির জন্য দীর্ঘ অপেক্ষা

বাঘাইছড়িতে বেশক’টি গ্রামে বিশুদ্ধ পানির সংকট! ঝিরি-ঝর্ণা নলকূপেও মিলছেনা পানি

দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্ধোধন 

দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্ভোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাজেকে ডায়রিয়া আক্রান্তদের মাঝে ৫৪বিজিবি’র বাঘাইহাট ব্যাটালিয়নের চিকিৎসা সেবা প্রদান

পাথর-পাহাড়ের অন্তরালে ‘শীষ পার্ক’!

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, সিসিইউতে স্থানান্তর

দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা বেসরকারি ভাবে বিজয়ী

মিজোরাম সীমান্তবর্তী বাঘাইছড়িতে লাফিয়ে বাড়ছে করোনা, প্রশাসনের জরুরী সভা