ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২

বাঘাইছড়ি পৌরসভার তফসিল ঘোষণা, ভোট গ্রহন ১৫ জুন

প্রতিবেদক
Admin
এপ্রিল ২৬, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- আগামী ১৫ জুন-২০২২ দেশের সর্ববৃহৎ সীমান্তবর্তী উপজেলার বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ জুন বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নবনিযুক্ত নির্বাচন কমিশনের অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।
আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত মেয়র কাউন্সিলরদের মেয়াদ কাল। এজন্য বাঘাইছড়ি পৌরসভার মেয়াদ শেষ হবে ২০২২ সালের ২১ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে । সর্বশেষ বাঘাইছড়ি পৌরসভার ভোট হয়েছিল ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি।
আগামী ১৫ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঙ্ক্ষিত পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে, উক্ত পৌরসভাটি ২০০৪ সালে মোট ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়, নির্বাচনে ১ জন পৌরপ্রধান( মেয়র), ৯ জন পুরুষ ওয়ার্ড কাউন্সিলর,৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা চৈতালী চাকমা ।
সূত্রটি আরও জানায়- নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭ মে , মনোনয়ন পত্র যাচাই- বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন  ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 ২২.৮ বর্গমাইল আয়তনের এই পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার , এর মধ্যে পুরুষ ভোটার  প্রায় ৬ হাজার ৫ শত , নারী ভোটার প্রায় ৫ হাজার ৫ শত । সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯ টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩ টি, মোট ভোট কেন্দ্র ৯ টি, মোট ভোট কক্ষ ৩৩ টি, অস্থায়ী কক্ষ নেই।
এরইমধ্যে নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা মহলে দোড়ঝাঁপ শুরু হয়েছে, সাধারণ ভোটারদের মাঝেও প্রথম বারের  মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানান গুঞ্জন দেখা দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

আজ থেকে রাত ৮টার পর দোকান বিপণিবিতান ও মার্কেট বন্ধ

আসছেন মাহবুব উল আলম হানিফ এমপি ! সমাবেশের আদলে হচ্ছে তৃণমুল প্রতিনিধি সভা

পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজ করছে সেনাবাহিনী

বাঘাইছড়িতে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

বাঘাইছড়িতে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

বাঘাইছড়ি দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

সরকারি চাকরিতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ কোটা পুনর্বহালের দাবি

দীঘিনালায় মুজিববর্ষ উপলক্ষে  ২য় পর্যায়ে ঘর পেলেন ১শত ৩৭ পরিবার

সাজেকে চুলার আগুনে জেসমিন চাকমার স্বপ্ন পুড়ে ছাই