ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

প্রতিবেদক
Admin
জানুয়ারি ২, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। দুস্থ অসহায় বয়স্ক মানুষের কষ্ট লাঘবের জন্য দুই স্থানে বিতরণ এর ব্যাবস্থা নেয়া হয়।

রোজ সোমবার (০২ জানুয়ারী ) ২০২৩ইং তারিখ সাজেক ইউনিয়নে ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে ৪৫৩ জন পাহাড়ি এবং ১২২ জন বাঙালি জনসাধারণের মাঝে বাঘাইহাট বিএফআইডিসি মাঠে শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, অধিনায়ক ৬ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এবং মাসালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ নাভিন সুমেইত মল্লিক এর উপস্থিতিতে মাসালং স্কুল মাঠে ৮নং পাড়া,৯নং পাড়া,১০নং পাড়া, মাসালং বাজার, কিজিংপাড়া,লম্বাবাক পাড়া,তালকুম্বা পাড়া,উজানছড়ি,ভূয়াছড়ি,ব্রীজ পাড়া, চাইল্যাতলী পাড়া,মন্দিরাছড়া, একুজ্জাছড়ি, চম্পাতলী পাড়ার মধ্যে – ১৯৩ পাহাড়ি ও ৩২ জন বাঙালি মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । দুই স্থানে মিলিয়ে সর্বমোট ৯০০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সেনাবাহিনী বাঘাইহাট জোন।

এতে আরো উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেকে ইউনিয়নের চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা,সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা(নয়ন), ৪নং ওয়ার্ড মেম্বার জনাব দয়াধন চাকমা,৫নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা,বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার সেক্রেটারি মোঃ জুয়েল এবং এলাকার কার্বারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাঘবের জন্য আজ আমরা বাঘাইহাট এবং মাসালং এলাকায় পৃথক পৃথক ভাবে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরো বলেন, বয়স্ক মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

লংগদু গুলশাখালীতে হতদরিদ্র পরিবার পেলো বিজিবির ত্রান সহায়তা

সাজেকে ছাত্রলীগের উদ্যোগে জাতির জনকের জন্মদিন উদযাপন

দীঘিনালায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

বৈশ্বিক মহামারী থেকে বাচতে ঘরেই থাকুন- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি 

জুরাছড়ি-দুমদুম্যায় করোনাকালে আবারও পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

খাগড়াছড়িতে শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন

Casino 1xbet Argentina Hasta One 500 Bono Para Bienvenid

Casino 1xbet Argentina Hasta One 500 Bono Para Bienvenid

বাঘাইছড়িতে দূর্যোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাজেকে নৌকার প্রচার গাড়ীতে হামলা! মাইক ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা