ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১

দুর্গম বিলাইছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্ট’র করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

প্রতিবেদক
Admin
জুলাই ১৭, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিট-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এর অংশ হিসেবে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (১৭ জুলাই) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী মেডিকেল অফিসার ডা. রনি সরকারকে রেড ক্রিসেন্ট’র পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। ফিল্ড অর্গানাইজার রাসেল বনিক এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মানুন, বিলাইছড়ি উপজেলা নির্বাহি অফিসার মোঃ মিজানুর রহমান, যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা সাবেক দলনেতা সৈকত দাশ রুবেল, রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবক শান্ত ও নিলয়, যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা দলনেতা মোঃ আলী আজগর উপজেলার যুব স্বেচ্ছাসেবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রী মধ্যে ১ হাজার সার্জিকেল মাক্স, ৩ ড্রাম ক্লোরিন সলিউশন, ১০০ পিস ফেইস স্লাইড, গ্লাভস, এপ্রোন, ডাস্টার ক্লথ, রাবার গ্লাভস ও মোপ

সর্বশেষ - অপরাধ