ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১

সাজেকে সেচ্ছায় শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন! মিথ্যা তথ্যে জনমনে বিভ্রান্তি

প্রতিবেদক
Admin
ডিসেম্বর ৩, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি : ২ ডিসেম্বর ২০২১ইং শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাজেকের বাঘাইহাট সেনা জোন সদরে দিবসটি পালনের জন্য গত ২দিন থেকে অগ্রীম প্রস্তুতি নেয়া হয় তারই অংশ হিসেবে ২ডিসেম্বর বরণাঢ্য আয়োজনে পালিত হয় দিবসটি ।

সেনা সুত্র জানায়, তারই ধারাবাহিকতায় জোন  সদরের পাশাপাশি বাঘাইহাট সেনা জোনের আওতাধীন  মুশফিক ক্যাম্পে স্থানীয় এলাকার কারবারি এবং সাধারন জনগনের সতস্ফূর্ত অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মুশফিক ক্যাম্পে অনুষ্ঠিত আলোচনা সভাকে জোরপূর্বক নিরযাতনের মাধ্যমে করানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর ভিবিন্ন পেজ ও ভুয়া আইডি থেকে মিথ্যা বানোয়াট সংবাদ বা তথ্য চড়াচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেে ।

সেনা সুত্র আরো জানায়, কিছু কথিপয় দুষ্কৃতিকারি সুবিধাভোগী সশস্ত্র সন্ত্রাসী ব্যক্তিবর্গ গুজব রটিয়ে তাদের হীন সার্থ উদ্ধারের পায়তারা করছে এবং  তারা আলোচনা সভায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য সাধারণ জনগনের উপর চাপ সৃষ্টি এবং জীবননাশের হুমকি প্রদান করেছে। তাদের এই সন্ত্রাসী মূলক কার্যক্রমে জনসাধারণ আজকে জিম্মি।

বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে আছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভ্রান্তিকর তথ্যে ভুল না বুঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখা এবং নিরাপত্তায় ও উন্নয়ন কাযর‌্ক্রমে সাধারণ জনগণের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায় সেনাবাহিনী।

সর্বশেষ - অপরাধ