ঢাকাশুক্রবার , ২৮ মে ২০২১

খাগড়াছড়ি জেলা কারাগারে কয়েদীর রহস্যজনক মৃত্যু!

প্রতিবেদক
Admin
মে ২৮, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ  খাগড়াছড়ি জেলা কারাগারের এক কয়েদীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে জেল কর্তৃপক্ষের দাবী এটি আত্মহত্যা। শুক্রবার(২৮ মে ২১) ভোর সাড়ে ৪ টার দিকে জেলা কারাগারের কয়েদী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সূত্রমতে ভেতর গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে মিলন বিকাশ ত্রিপুরা নামের এই কয়েদী।

সূত্রে মতে, কয়েদী ওয়ার্ডে সবাই ঘুমে থাকা অবস্থায় রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ঐ কক্ষে নিহত মিলনসহ আরো ২২ জন কয়েদী ছিল।  কয়েদীরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। তার মৃত্যুও বিষয়টি সন্দেহজনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার(অতি.দ) নিবার্হী মযাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। সে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশের ময়না তদন্ত হচ্ছে। রির্পোট পাওয়ার পর কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।

মিলন বিকাশ ত্রিপুরা খাগড়াছড়ি জেলার গুইমারায় ভাড়া বাসায় পাশের ঘরের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার দায়ে পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে কারাবন্দি রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় ৪ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

লংগদু গুলশাখালীতে হতদরিদ্র পরিবার পেলো বিজিবির ত্রান সহায়তা

ইউনিয়ন পরিষদ নির্বাচন! ৩৭১টি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা

বাঘাইছড়িতে ইউপিডিএফসহ তিন সংগঠনের উদ্যোগে কৃষকের ধান রোপনে সহযোগিতা

পানছড়িতে ইউপিডিএফ’র অস্ত্রধারী দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

দীঘিনালায় চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মৌসুমী ফল বেচাকেনা বন্ধ

থমকে আছে কাপ্তাই মডেল মসজিদ’র নির্মাণ কাজ! অর্থ সংকটের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের

পাথর-পাহাড়ের অন্তরালে ‘শীষ পার্ক’!

দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই 

সাজেকে সীমান্ত সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ৯