নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালায় হাইকোর্টের আদেশ এবং উপজেলা প্রশাসনের ইটভাটা বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় জড়িমানা করা হয়েছে| ইট ভাটা দুটি হলো, উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি নামের ইটভাটা এবং রশিকনগর এলাকার সেলিম এন্ড ব্রাদার্স নামের ইটভাটা| এসময় ইটভাটা দুটিকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়|
বৃহস্পতিবার ইট ভাটা দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম ফাহমিদা মুস্তফা|
এসময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি আরো বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এ দুটি ইটভাটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে ব্রিকফিল্ডের কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে দুই ইটভাটা মালিককে ১ লক্ষ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।