ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২

শেষ হলো বাঘাইহাট জোনের জোন কাপ টুর্নামেন্ট ও হেডম্যান কার্বারী সম্মেলন-২০২২ এবং মেডিক্যাল ক্যাম্পেইন

প্রতিবেদক
Admin
মে ৩১, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট জোন কর্তৃক সাজেক, রুপকারী ও বঙ্গলতলী ইউনিয়নের হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাঘাইহাট জোন সদরে গত রবিবার ২৯ মে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ ইষ্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক ও জোন কমাণ্ডার, বাঘাইহাট জোন বিএ-৬৮১৬ লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি।

এসময় জোন কমান্ডার সমন্বয় সভায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের এলাকার পরিস্থিতি, কাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য বিষয়াবলী সম্পর্কে বিশদ আলোচনা করেন। সম্মেলনে ১৪৭ জন হেডম্যান কারবারীর মধ্যে ১৪৪ জন উপস্থিত ছিলেন। যা বিগত বছরগুলোতে হেডম্যান ও কারবারী সম্মেলনের চেয়ে উক্ত সম্মেলনে তাদের অংশগ্রহণ এবং উৎসাহের উদ্যোগ ছিল চোখে পড়ার মত। অপরদিকে একই দিনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহন করে। উল্লেখ্য যে, ২০১৭-২০১৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্টে মাত্র ০৪-০৫টি দল অংশগ্রহন করত। অংশগ্রহনকারী দলের খেলা এবং আগত দর্শকদের খেলা দেখার জন্য আঞ্চলিক দলের অনেক সীমাবদ্ধতা ছিল। কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল ও আগত দর্শকদের কোন প্রকার বাধা ও সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়নি। যার কারণে ১২টি দলের সফল অংশগ্রহন এবং ৭-৮ হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাধারন জনগণের মুখে একটি মাত্রই কথা জোন কাপ টুর্নামেন্ট ২০২২ এর মতো জোন কাপ বিগত বছরে তারা দেখে নাই। এছাড়াও, দর্শকদের চোখে মুখে ছিল আনন্দ উল্লাস এবং জোনের প্রতি আন্তরিকতা ও ভালবাসা।

জোন কমান্ডারের সমাপনী বক্তব্যে তারা আত্মমুখী এবং খুশিতে করতালী দিয়ে জানিয়ে দেয় জোন কমান্ডারের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা। যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বাঘাইহাট জোন। সম্মেলনে অংশগ্রহনকারী হেডম্যান কারবারীগণ উক্ত খেলায় অংশগ্রহন করতে পেরে জোন কমান্ডার এর ব্যাপক প্রশাংসা করেন।

অন্যদিকে হেডম্যান কারবারীগণ তাদের নিজের মুখে বলেন আমরা অনেকটা স্বাধীনভাবে সম্মেলনে অংশগ্রহন করার সুযোগ পেয়েছি, যা বিগত দিনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। এ থেকে এটাই প্রতীয়মান হয় যে, বর্তমানে উক্ত জোনে সম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বিরাজমান। উক্ত সমন্বয় সভায় কারবারীগণ তাদের এলাকার বিভিন্ন রাস্তাঘাট, সংশ্লিষ্ট এলাকার হেডম্যানদের কারবারীগণ সমস্যা নিরসন করার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন এবং একই সাথে অন্যান্য সকল বিষয়ে অত্র জোন সর্বদা তাদের পাশে থাকবে এবং প্রশাসনিক দিক থেকে এলাকার স্থানীয় মানুষের যে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে, জোন হতে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জোন কমান্ডার সবাইকে আশ্বস্ত করেন।

উক্ত আলোচনার মধ্যে জোন কমান্ডার সকল কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এলাকার সার্বিক পরিস্থিতি, শান্তি ও শুলা বজায় রাখার লক্ষ্যে সন্ত্রাসীমূলক কোন কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশ প্রদান করেন। কোন কমান্ডার আরও বলেন, পাবর্ত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করছে। যার ধারাবাহিকতায় বাঘাইহাট জোন দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নে বদ্ধ পরিকর। এছাড়াও জোন কমান্ডার বলেন এলাকার জনপ্রতিনিধি হিসেবে আপনাদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর আস্থা ও বিশ্বাস অটুট রয়েছে। হেডম্যান এবং কারবারীগণ সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করলে সশস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর যথাসময়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে সহজতর হবে। জোন এলাকায় বসবাসরত সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেনাবাহিনীর দায়িত্ব।

জোন কমান্ডার আরো বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দর্শক এবং হেডম্যান ও কারবারীগণের পক্ষ হতে জোন কমান্ডারের নিকট এই ধরনের খেলা এবং সম্মেলন প্রায়ঃশই আয়োজন করার জন্য একান্তভাবে অনুরোধ করেন। পরিশেষে উক্ত অনুরোধের প্রেক্ষিতে জোন কমান্ডার বলেন জোনের সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এরকম বিরাজমান থাকলে এই ধরনের খেলাধূলা ও বিনোদনমূলক অনুষ্ঠান এর পাশাপাশি হেডম্যান এবং কারবারী সম্মেলন একাধিকবার আয়োজন করা হবে।

উল্লেখ্য যে, জোন কাপ টুর্নামেন্ট এবং হেডম্যান ও কারবারী সম্মেলন এর পাশাপাশি জোনের পক্ষ থেকে বিএসএস-১০২৪৮৮ ক্যাপ্টেন জি এম ফয়জুল হক এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়। উক্ত ক্যাম্পেইন এ মোট ১২৯ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী কে মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়। উক্ত সেবা গ্রহণ করে তারা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দীঘিনালা উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল 

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্রী ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় সম্মাননা স্বারক প্রদান

২কোটি টাকা বকেয়া মাথায় নিয়ে দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আ.লীগের হাতেই নিরাপদ: ওবায়দুল কাদের

দীঘিনালায় ইউপিডিএফ’র পরিচালক অস্ত্রসহ আটকের পর মৃত্যু ! অস্ত্র গুলি উদ্ধার ! ইউপিডিএফ’র নিন্দা

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে: জয়

খাগড়াছড়িতে কারাগারে থেকেও পরীক্ষা দিচ্ছে তিন শিক্ষার্থী

বাঘাইছড়িতে ইউপিডিএফসহ তিন সংগঠনের উদ্যোগে কৃষকের ধান রোপনে সহযোগিতা

অসহায় ও হতদরিদ্রদের পাশে খাগড়াছড়ি সদর জোন