ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত দুই, আহত ২০

প্রতিবেদক
Admin
মার্চ ১৭, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি// রাঙ্গামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই বাসের চাপায় দুইজন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু করে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইটভাটার শ্রমিকরা চট্টগ্রাম থেকে বাসযোগে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। সন্ধ্যায় চট্টগ্রাম ফেরত যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের দুইজন পর্যটক চাপা পড়ে মারা যান। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করে। বাসের নিচে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়,চট্টগ্রাম শহর থেকে পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলা কারাগারে কয়েদীর রহস্যজনক মৃত্যু!

দীঘিনালায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে ছাই! ৫কোটি টাকার ক্ষতি 

বাঘাইছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ’র চীফ কালেক্টর আটক

দুর্গম পাহাড়ি এলাকার জনগণের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি লেডিস ক্লাব

রমজানে কিডনি রোগীদের খাদ্যাভাস কেমন হবে?

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাউখালীতে জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ বাস্তবায়ন জীবন’র কর্মসূচি

ওয়াসিম আকরামকে নিয়ে বিরাট কোহলির মন্তব্য ভাইরাল

রাঙ্গামাটিতে ৬২৩ টি ঘর ও জমি পাচ্ছেন গৃহহীনরা! প্রেস ব্রিফিংএ জেলা প্রসাশন

দীঘিনালা জোনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ