ঢাকারবিবার , ১৩ জুন ২০২১

মাটিরাঙ্গায় দোকান ও বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

প্রতিবেদক
Admin
জুন ১৩, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার চার দোকান ও দুই বসতবাড়ি।

শুক্রবার (১১ জুন) গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এ অগ্নিকান্ডের এ
ঘটনা ঘটে। এতে প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করেছেন দোকানীরা।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সারাদিনের ব্যস্ততা শেষে সবাই যখন যে যার বাড়িতে ঘুমিয়ে ছিল তখনই
গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে ধারনা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখায়
সর্বস্বান্ত হয়ে গেছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার দোকানী।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানী মো. রুবেল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে বাড়ি থেকে আসার আগেই আমার দোকানের
সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে তিল তিল করে গড়ে তোলা আমার সব শেষ হয়ে গেছে। আমার পক্ষে আর ঘুড়ে দাঁড়ানো সম্ভব হবেনা।

মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মিজানুর রহমান খোকন জানান, একটি ঔষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুইটি বসতবাড়ি ও চারটি দোকান। এতে ক্ষয়ক্ষতির পিরমান পঞ্চাশ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।

অগ্নিকান্ডের ঘটনার পরপরই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার দীপক কান্তি বড়–য়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা
ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে শুক্রবার গভীর রাতে সংগঠিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা আওযামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মিজানুর রহমান খোকন।

এসময়তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বান্তনা দিয়ে সবধরনের সহযোগিতা আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

দীঘিনালা জোনের উদ্যোগে পাঠ্যবই বিতরণ 

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

মানসম্মত  শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিনত হতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সাংবাদিক সত্যজিৎ এর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার উর্ধমুখী স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সাস্থ্য বিভাগের

“এদেশ সন্ত্রাসীদের নয়”- ব্রি. জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম

বাঘাইছড়ি পৌরসভার তফসিল ঘোষণা, ভোট গ্রহন ১৫ জুন

সরকারি চাকরিতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ কোটা পুনর্বহালের দাবি

যুক্তরাজ্য নির্মাণ করবে বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী ব্রিজ