ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২

দীঘিনালায় সরকারি রাবার বাগান উজাড় ! গাছ  লাকড়ি হিসবে বিক্রি

প্রতিবেদক
Admin
মে ১৯, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা – দীঘিনালায় সরকারি রাবারবাগান উজাড় করা হচ্ছে। প্রতিদিন প্রকাশ্যে বাগানের গাছ কেটে লাকড়ি হিসেবে বিক্রি করলেও কর্তৃপক্ষ যেন কিছুই দেখছে না। এ ছাড়া রাবারবাগান কেটে গাছ বিক্রির পর ব্যক্তিগতভাবে ফলদ ও সেগুনবাগান করে তা দখল করা হচ্ছে। রাবার চাষিদের দলপতির পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও অদৃশ্য কারণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে। ধ্বংস হচ্ছে সাদা সোনা খ্যাত রাবার কষের পরিপক্ব বাগান।
গতকাল বুধবার উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর যৌথ খামার বাবার প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কয়েক জায়গায় শ্রমিকরা দলবদ্ধ হয়ে রাবারগাছ কেটে লাকড়ি হিসেবে স্তূপ করছেন। আবহাওয়া অফিসসংলগ্ন এলাকা, বুদ্ধপাড়া, আলমগীর টিলা ও কড়ইতলী এলাকায় সবচেয়ে বেশি গাছ কাটা হচ্ছে। শুধু তাই নয়, গাছ কেটে বিক্রির পর ফাঁকা স্থানে ব্যক্তিগতভাবে ফলদ গাছ লাগানো হচ্ছে। এভাবে বাগানের শতাধিক একর জায়গা দখল করা হয়েছে।
বাগানের কড়ইতলী এলাকায় গাছ কাটা শ্রমিক সোহেল চাকমা (২৫) জানান, ছাতকছড়া এলাকা থেকে কাজ করতে এসেছেন তিনি; কিন্তু মালিকের নাম জানেন না।
২ নম্বর যৌথ খামার রাবার প্রকল্পের সহকারী দলপতি নিকেল ত্রিপুরা (৩৮) ওরফে বাগানসা বলেন, ‘রাবারবাগান উন্নয়ন প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা দীঘিনালা কার্যালয়ের মো. আলম পারেননি। এবং জেলা কার্যালয়ের ব্যবস্থাপক জসিম উদ্দিনকে গত সপ্তাহে বিষয়টি জানিয়েছি। থানাকে অবহিত করে পুলিশ পাঠিয়ে কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তাঁরা। কিন্তু অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে মো. আলম জানান, বিষয়টি তাঁরা জেনেছেন, কিন্তু তিনি এলাকার বাইরে থাকায় ব্যবস্থা নিতে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সুপারিনটেনডেন্ট জসিম উদ্দিন জানান, তিনি ছুটিতে খাগড়াছড়ির বাইরে আছেন। ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা বেসরকারি ভাবে বিজয়ী

পাহাড়ের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান পার্থী মাহামুদা বেগম লাকী

দীঘিনালায় ইউপিডিএফ’র পরিচালক অস্ত্রসহ আটকের পর মৃত্যু ! অস্ত্র গুলি উদ্ধার ! ইউপিডিএফ’র নিন্দা

সাজেকে সীমান্ত সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ৯

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান 

দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্ধোধন 

বাঘাইছড়িতে দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরন

নির্বাচনী দায়িত্ব পালনে গিয়ে করোনায় মারা গেলেন ৭০০ শিক্ষক

কলস নিয়ে পানির জন্য দীর্ঘ অপেক্ষা

বাঘাইছড়িতে বেশক’টি গ্রামে বিশুদ্ধ পানির সংকট! ঝিরি-ঝর্ণা নলকূপেও মিলছেনা পানি

পূর্ণিমাকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা ইউনিসেফের