ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Admin
মার্চ ২৪, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা // দীঘিনালায় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী |
শুক্রবার (২৪ মার্চ ২০২৩) সকাল ৯টার সময় ‘দীঘিনালা এলাকাবাসী’র ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়|
বিক্ষোভ মিছিলটি  উপজেলার উদাল বাগান এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উদাল বাগান চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত  হয়।
এ সময় মিছিলকারীরা ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে ও ঐক্যের পক্ষে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে দীঘিনালা ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাবুছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুগত প্রিয় চাকমার সভাপতিত্বে  বক্তব্য রাখেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপুলাক্ষ চাকমা,  মহিলা কার্বারি কনিকা চাকমা এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার টন্তু মনি চাকমা প্রমুখ।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, সরকার বলছে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে, জেএসএস বলছে চুক্তি বাস্তবায়ন হয়নি। আসলে চুক্তি কতটুকু বাস্তবায়ন হযেছে তা আমাদের সকলের জানা। কিন্তু চুক্তি বাস্তবায়ন হতে না হতে আবারো ভ্রাতৃঘাতি সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত বন্ধ না হলে আমরা মহাভারত-রামায়নের কাহিনীতে উল্লেখিত কুরুবংশ যেভাবে নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়েছে, সেভাবে আমরাও ধ্বংস হয়ে যাবো। তাই আমরা চাই না ভাইয়ে ভাইয়ে সংঘাত হোক। আমরা চাই এ সংঘাত বন্ধ হোক।
তিনি আরো বলেন, আমরা জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছি। কোথায় গেলে কূল কিনারা পাবো তা নিয়ে আমরা ভেবে পাচ্ছি না। এ সংঘাতের কারণে আমরা জাতিগতভাবে এখন মহা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। তাই অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করার জন্য আমি সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মাটিরাঙ্গায় দোকান ও বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ! নতুন ঘর পাচ্ছে ৯০ টি পরিবার

বাঘাইছড়িতে নতুন করে প্রস্তুত ৮০ টি ঘর ২২ মার্চ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ভয়াবহ সেই দিন আজ! সেনা সদস্য সহ নিহত হয়েছিল ১২০জন

পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে দীঘিনালায় শোভাযাত্রা 

সাজেকের ৩টি গ্রামে ইউপিডিএফ’র বিশুদ্ধ পানি সরবরাহ

বাঘাইছড়িতে পিসিপি নেতা আটকের প্রতিবাদে ইউপিডিএফের আধাবেলা হরতাল চলছে

বাঘাইছড়িতে সর্বস্তরের জনসাধারনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, আহত-২